মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আবারও ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় ১০ ও উপসর্গে নিয়ে ৪ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছে ১২৫ জন।নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২৫ জনের। শনাক্তের হার ৪০ দশমিক ২৭ ভাগ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ফরিদপুর ৬ জন, মাদারীপুর ৪, রাজবাড়ীর ২, ঝিনাইদহ ১ ও গোপালগঞ্জের ১ জন। হাসপাতালটিতে বর্তমানে ২৬৮ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩৮ জন। হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি রয়েছে ১৬ জন করোনা রোগী।
জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৩২জন।