ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশন সেন্টার বা করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) ভোর ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
মৃত দুইজন হলেন, সদর উপজেলার ৫৫ বছর বয়সী একজন পুরুষ ও সরাইল উপজেলার ৮২ বছর বয়সী একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।
এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৭ জনে দঁড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া করোনা আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. মো. এনামুল হাসান জানান, মৃত দুজন গত ২৫ ও ২৮ জুলাই আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। ভোর রাতে ও আজকে সকালে এই দুইজন মারা যায়। বর্তমানে আইসোলেশন ইউনিটে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭৩২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।যার মধ্যে ৪৪৬১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।