ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ (৬০) ও একজন মহিলা (৬৫) মারা যায়। অন্যদিকে নবীনগর উপজেলায় রোগীর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজন মহিলা (৬৫) মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৯৫ জন সহ জেলায় নতুন ৩০২ জন শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ৩৩% ছাড়িয়েছে।৷
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৬৯১১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৪২৭০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৯১৫ টি রিপোর্টে নতুন আরও ৩০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৯৫ জন, কসবা উপজেলায় ৬০ জন, সরাইল উপজেলায় ১৩ জন, আখাউড়া উপজেলায় ০৮জন, আশুগঞ্জ উপজেলায় ২৭ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, বিজয়নগর উপজেলায় ০৯ জন, নবীনগর উপজেলায় ৫০ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৬৯১১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৭১৩ জন, আখাউড়া উপজেলায় ৩৯৩ জন, বিজয়নগর উপজেলায় ১৮২ জন, নাসিরনগর উপজেলায় ১৮৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৪৬২ জন, নবীনগর উপজেলায় ১০৮৮ জন, সরাইল উপজেলায় ৩৪৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৬৬২ জন ও কসবা উপজেলায় ৮৮১ জন।
সর্বশেষ জেলায় ৪২৭০ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ১৮ জনের সুস্থতার তালিকা জানা যায়নি। যার মধ্যে সদর উপজেলায় ১৮৩৬ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১৪২ জন, নাসিরনগর উপজেলায় ১৪১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৬৪ জন, নবীনগর উপজেলায় ৫৩০ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪১৩ জন ও কসবা উপজেলায় ৪৫০ জন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৮ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৮ জন, সরাইল উপজেলায় ০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ১১ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৬৯১১ জন আক্রান্তের মধ্যে ৪২৭০ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২৭০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২২২৭ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৪৩ জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ৪৫৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৫৪৭০ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৬৯১১ জন আক্রান্ত হয়েছে৷