মৌলভীবাজার প্রতিনিধি::
করোনা মহামারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার শহরে ভবঘুরে, ঠিকানাহীন,গৃহহীন অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একদল যুবক।
মঙ্গলবার ২০ জুলাই রাতে শহরের কুসুমবাগ, ঢাকা বাসস্ট্যান্ড, দরগাহ গেট,শমসেরনগর রোড, কোর্ট পয়েন্ট, চাঁদনীঘাটসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে এসব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণ করেন শেখ তোফায়েল আহমদ, আফছার ইবনে রহীম,আজিজুল ইসলাম রিয়াদ,হাফিয মোজাম্মিল আহমদ,কয়েছ আহমদ,আলী হোসেন,আবু বকর সিদ্দিক।
তারা বলেন ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করা ঈদের অন্যতম আমল। যাদের জীবনে আসে না কোনো ঈদের আনন্দ শহরে রাস্তাঘাটে রয়েছে এমন বনি আদমের অসহায় চেহারা। আমরা ঈদের কেনাকাটা রাস্তায় বসবাসকারী ভবঘুরে, উন্মাদ পাগল ও অসহায়দের জন্য দেয়ার চেষ্টা করেছি। ঈদ পরবর্তী সময়ে ধারাবাহিক খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবো।এদের কারো প্রতি কোনো করুণা নয়। বরং সমাজপতিরা যদি সাধ্যমতো সব অভাবীর কথা ভাবে; এগিয়ে আসে তাদের সহযোগিতায়, তবে অসহায় মানুষও উপভোগ করতে পারবে ঈদের আনন্দ।