Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু। নতুন ১৬০ শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু। নতুন ১৬০ শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছে। তারা হলেন ঢাকার মুগদা মেডিক্যালে ৩২ বছর বয়সী একজন পুরুষ ও আয়েশা মেমোরিয়াল হসপিটালে ৮০ বছরের এক বৃদ্ধ ও পুপুলার হাসপাতালে ৭০ বছরের বৃদ্ধা মৃত্যুবরণ করেন।এনিয়ে জেলায় ৭৯ জন মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১০০ জনসহ জেলায় নতুন ১৬০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সংক্রমণের হার ৩২.৭০% ভাগ ছাড়িয়েছে।৷

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৫৫৩৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৪০০০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৮৯টি রিপোর্টে নতুন আরও ১৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১০১ জন, কসবা উপজেলায় ৩০ জন, সরাইল উপজেলায় ০৯ জন, আখাউড়া উপজেলায় ০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ০৬ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন ও নবীনগর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৫৫৩৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৩০১ জন, আখাউড়া উপজেলায় ৩৬৪ জন, বিজয়নগর উপজেলায় ১৫৫ জন, নাসিরনগর উপজেলায় ১৫৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩৩৪ জন, নবীনগর উপজেলায় ৭৮৬ জন, সরাইল উপজেলায় ২৬৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৫৩০ জন ও কসবা উপজেলায় ৬৪৩ জন।

সর্বশেষ জেলায় ৪০০০ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ১৪ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৬১ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১২৭ জন, নাসিরনগর ১৩৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩২ জন, নবীনগর উপজেলায় ৫৩০ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৮৬ জন ও কসবা উপজেলায় ৩৮১ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৮ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫৫৩৪ জন আক্রান্তের মধ্যে ৪০০০ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩১২ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১২৫৬ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৫৬ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪২৫৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪২৪৩০ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৫৫৩৪ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply