উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে থাইংখালী বনবিট কর্মকর্তাসহ অভিযান চালিয়ে বালি উত্তোলনের ড্রেজার মেশিনসহ যন্ত্রপাতি জব্দ করেছে।
রবিবার ( ১১জুলাই) সকালে পালংখালী ইউনিয়নের তেলখোলা চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বনবিভাগ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোছাইনসহ বিটের ষ্টাফ, হেডম্যান,ভিলেজারদের সাথে নিয়ে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ বেশ কিছু যন্ত্রপাতি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
অভিযোগ উঠেছে, থাইংখালী এলাকার হাসেম ড্রাইভার, শাহ আলম এবং সাগর নামের ৩জন ব্যক্তি দীর্ঘদিন ধরে ইজারা ব্যতিত তেলাখোলা চাকমা পাড়া থেকে অবৈধভাবে পাহাড় থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছিল।