উখিয়া, কক্সবাজার,প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার হাজিরপাড়া খয়রাতি দোছড়ি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে একটিমাত্র সংযোগ সেতু। উখিয়ার উত্তর হাজির পাড়া গ্রামের সন্নিকটে অবস্থিত খালের উপর এই সেতুটি নির্মিত হলে প্রায় ১০ হাজার জনগণের দুর্ভোগ লাঘব হবে। বর্তমানে সাঁকোর
উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ এলাকার জনসাধারণ।
এই সেতুটি নির্মিত হলে উক্ত গ্রামের হাজার-হাজার মানুষ ছাড়াও স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের সুবিধা হবে বলে স্থানীয় জনগণের অভিমত। সেতুটি নির্মিত হলে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়,উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজাপালং ফাজিল মাদ্রাসা সহ স্কুল-কলেজের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী সুবিধা ভোগ করবে বলে স্থানীয় অভিভাবক মহল জানিয়েছেন।
এ ব্যাপারে কথা হলে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, তারা বিভিন্ন সময়ে সরকারি দপ্তর সমুহে একাধিকবার যোগাযোগ করেছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। ফলে কষ্ট পাচ্ছে এলাকার হাজার-হাজার মানুষ সহ স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা। এ ব্যাপারে স্থানীয় জনগণ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন।