ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামিয়া আক্তার (৮) নামের এক শিশু পুকুরের ড্রেজারের পাইপে আটকিয়ে মৃত্যু হয়েছে।
এব্যাপারে নবীনগর থানায় জামিয়ার মা নাছিমা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন।
বুধবার (৭ জুলাই) বিকেলে শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে বাড়ির উত্তর পাশের পুকুরের ড্রেজারের পাইপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জামিয়া আক্তার উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের প্রবাসী জালাল মিয়ার মেয়ে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, জামিয়া গতকাল দুপুরের পাতিল নিয়ে পুকুরে মাছ ধরতে যায়। ওই সময় ড্রেজার চলছিল। মাছ ধরতে গিয়ে ড্রেজারের পাইপের ভিতরে আটকিয়ে যায় জামিয়া। পরে ড্রেজারের পানি বন্ধ হয়ে গেলে তারা পুকুর থেকে পাইপ তুলে দেখেন জামিয়া পাইপের মধ্যে আটকিয়ে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে তারা এসে জামিয়ার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
মৃত জামিয়ার দাদা নওয়াব আলী বলেন, গতকাল জামিয়ার মৃত্যুর পর ড্রেজারের মালিক আব্দুল করিম পালিয়ে যায়। পরে রাতেই তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। তিনি নাতী হত্যার বিচারের দাবি জানান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামিয়ার হত্যাকাণ্ডের ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে ধরতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। ময়নাতদন্তের পর জামিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।