ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ২৭ জনসহ জেলায় জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৩৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৩৮২৫ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
রোববার (৪ জুলাই) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৩১০টি রিপোর্টে নতুন আরও ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৭ জন, কসবা উপজেলায় ২০ জন, সরাইল উপজেলায় ০১ জন, আখাউড়া উপজেলায় ০১ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, বিজয়নগর উপজেলায় ০১ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর ০৫ জন ও নবীনগর উপজেলায় ০৪ জনের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৪৩৮০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৯২৫ জন, আখাউড়া উপজেলায় ৩২৮ জন, বিজয়নগর উপজেলায় ১৩৩ জন, নাসিরনগর উপজেলায় ১৪২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৪৭ জন, নবীনগর উপজেলায় ৫৪৭ জন, সরাইল উপজেলায় ২১৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৪১৪ জন ও কসবা উপজেলায় ৪২৭ জন।
সর্বশেষ জেলায় ৩৮২৫ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। নতুন ৩১ জনের সুস্থতার তালিকা এলাকা ভিত্তিক এখনোও জানা যায়নি। যার মধ্যে সদর উপজেলায় ১৬৬৭ জন, আখাউড়া উপজেলায় ২৫৮ জন, বিজয়নগর উপজেলায় ১১৯ জন, নাসিরনগর ১৩০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯৭ জন, নবীনগর উপজেলায় ৪৯৫ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৪৯ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১২ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ০৪ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪৩৮০ জন আক্রান্তের মধ্যে ৩৮২৫ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৪২৭ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ২৩ জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ৩৯১২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৮৭৩৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪৩৮০ জন আক্রান্ত হয়েছে৷