আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।গতকাল ৪ জুলাই রবিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নিদের্শনায় কর্মরত অফিসার গোলাম মোস্তফা ও এসআই শুভ পাল এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মসজিদঘোনা তিন রাস্তার মোড়ে জনৈক হারুনের বাড়ির সামনে রাস্তার উপর ৪৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক কে আটক করেন।
উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ১লক্ষ ৩৫ হাজার টাকা।আটককৃত ইয়াবা পাচারকারী উখিয়া উপজেলার পালংখালীর জামতলী রোহিঙ্গা ১৫ নং ক্যাম্পের ব্লক এফ/ডি’র মৃত ছাবেরের ছেলে মো. হারেছ (২৮)।এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।তিনি আরও বলেন মাদক কারবারীদের কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না যেখানে মাদক সেইখানেই অভিযান পরিচালনা করা হবে।