Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন সমাপ্ত
--ফাইল ছবি

করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন সমাপ্ত

অনলাইন ডেস্ক:

করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন ও চলতি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার বিকেলে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশটি পড়ে শোনান। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন এই অধিবেশন শুরু হয়েছিল।

মাত্র ১২ দিনের এই অধিবেশনের সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তাদের বক্তব্যের পর সংসদের অধিবেশন কক্ষে দেখানো হয়, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেওয়া ভাষণ। বঙ্গবন্ধুর ভাষণ শুনে প্রধানমন্ত্রীসহ অধিবেশন কক্ষে উপস্থিত এমপিদের আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তারা কয়েকবার টেবিল চাপড়ে উচ্ছাস প্রকাশ করেন।

এই অধবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল গত ৩ জুন ২০২১-২২ অর্থ বছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। যা গত ৩০ জুন পাস হয়। আর চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেট গত ৭ জুন পাস হয়। সব মিলিয়ে ৮৫ জন সংসদ সদস্য এবার বাজেটের উপর আলোচনা করেন। সম্পূরক বাজেটসহ বাজেটের ওপর ছয় দিনে ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। গত বছর করোনাকালের শুরুতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন হয়েছিল। নয় দিনের ওই বাজেট অধিবেশনে ১৮ জন সংসদ সদস্য ৫ ঘণ্টা ১৮ মিনিট আলোচনা করেছিলেন।

অধিবেশন জুড়েই সংসদ সদস্যরা বাজেটের ওপর সাধারণ আলোচনা করেন। বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের বেশ কয়েক জন সংসদ সদস্য স্বাস্থ্য সেবা, সরকারের আমলা নির্ভরতার সমালোচনা করেন। করোনাভাইরাস মহামারি মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মত এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলে। এক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিয়েছেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসে সংসদ অধিবেশন। অধিবেশনে দশনার্থী প্রবেশ বন্ধে ছিলো। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও নিয়ন্ত্রণ করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply