স্টাফ রিপোর্টার : করোনার এই ক্রান্তিকালে চারিদিকে শুধু মৃত্যুর মিছিল। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে, উপসর্গ নিয়ে এবং অন্যান্য রোগেও মৃত্যুর যে মহা মিছিল দেখা যাচ্ছে তাতে সাধারণ জনগণের মধ্যে যেমন ভয় ও আতঙ্ক কাজ করছে তেমনি সকলের ভিতরে ধারণা জন্মেছে মহামারী শুরু হয়েছে যশোর জেলায়। আজ ১ জুলাই-২০২১ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা, করোনার উপসর্গ ও অন্যান্য রোগে মোট ২৪ জন মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১২ জন ও অন্যান্য রোগে ১২ জন মৃত্যু বরণ করেন। বিগত কয়েক বছরে যশোরে একদিনে এতো রোগীর মৃত্যু হয়নি বলে হাসপাতালের দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়।গত ২৪ ঘন্টায় যশোর করোনা ডেডিকেটেড ইউনিটের রেডজোনে ৩ জন মৃত্যু বরণ করেন। এরমধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে যে ৯ জন মৃত্যু বরণ করেন তাদের ৫ জন মহিলা ও ৪ জন পুরুষ। এছাড়া অন্যান্য ওয়ার্ডের মধ্যে করোনারী কেয়ার ইউনিটে ৪ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ৩ জন ও পুরুষ পেয়িং ওয়ার্ডে ৩ জন, পুরুষ মেডিসিন ও শিশু ওয়ার্ডে ১ জনসহ সর্বোসাকুল্যে ১২ জন মৃত্যু বরণ করেছেন।গত একদিনে যশোর জেনারেল হাসপাতালে এই পরিমাণে রোগীর মৃত্যু দেখে অন্যান্য সাধারণ রোগীর মধ্যে ভয়-ভীতিও আতঙ্ক কাজ করছে।