Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৫ জন শনাক্ত
--প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৫ জন শনাক্ত

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৪ জনসহ জেলায় ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪২১৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৩৭৭১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বুধবার (৩০ জুন) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২৬৯ টি রিপোর্টে নতুন আরও ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ০৩ জন, আখাউড়া উপজেলায় ০২ জন ও কসবা উপজেলায় ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
আজ ব্রাহ্মণবাড়িয়ায় ২৫৯ টি রিপোর্টের মধ্যে ১৫ জনের করোনা সনাক্ত হয়েছে। 
সর্বশেষ জেলায় ৪২১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮৪৯ জন, আখাউড়া উপজেলায় ৩২৬ জন, বিজয়নগর উপজেলায় ১২৯ জন, নাসিরনগর উপজেলায় ১৩৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৪০ জন, নবীনগর উপজেলায় ৫৪০ জন, সরাইল উপজেলায় ২০৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৯২ জন ও কসবা উপজেলায় ৩৯৩ জন।
সর্বশেষ জেলায় ৩৭৭১ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। নতুন ২৬ জনের  সুস্থতার তালিকা এলাকা ভিত্তিক এখনোও জানা যায়নি। যার মধ্যে সদর উপজেলায় ১৬৬৭ জন, আখাউড়া উপজেলায় ২৫৮ জন, বিজয়নগর উপজেলায় ১১৯ জন, নাসিরনগর ১৩০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯৭ জন, নবীনগর উপজেলায় ৪৯৫ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৪৯ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৬২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১২ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৩ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০৪ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন।
এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮৪৫১ জন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪২১৫ জন আক্রান্তের মধ্যে ৩৭৭১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯৩ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৬৯ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ২৪ জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ৩৮০৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৭৬৪৮ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪২১৫ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply