ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার পারুলীতলায় ক্রয়কৃত জমি
জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক ডাক্তার মতিউর রহমান মিন্টু
সোমবার সকালে ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করলে মুক্তাগাছা থানা পুলিশ
ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।
অভিযোগকারী উপজেলার পারুলীতলা গ্রামের ডাক্তার মিন্টু জানান, তার ক্রয়কৃত
পারুলীতলা মৌজার বিআরএস দাগ নং- ৭৮৭, ৭৯০ ও ৭৯১ দাগে মোট সাড়ে ৭৩
শতাংশ জমি সাবকাউলা মূলে ক্রয় করেন। জমির জমা খারিজ করে ভোগ দখল করে
আসছে। গত রবিবার দিবাগত রাতে একই গ্রামের মৃত মনসুর আলীর পুত্র গংরা ঐ
জমির ২০ শতাংশে লাগানো তুন্দল আলো, তিন কাঠা পটল ক্ষেত, এক কাঠা মরিচ
ক্ষেত, দেড় কাঠা আলু ক্ষেত ও দুইশ পেঁপের চারা উপড়ে ফেলে সেখানে রাতারাতি
আম গাছের চারা রোপন করে দখল নেবার চেষ্টা চালায়।গতকাল সোমবার সকালে ৯৯৯ নম্বরে
কল দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
ডাক্তার মিন্টু জানান, তিনি সঠিক জেনে দলিল মূলে জমি ক্রয় করেছেন। এখন
একটি চক্র জোর করে তা দখল করতে চাচ্ছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে
সঠিক বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম শহু জানান, আরওআর দাগ নং ৪৭৫ ও ৪৫৫ দাগে
সাড়ে ৪০ শতাংশ জমি তার নানা আসুন মন্ডল তার মা হাজেরা বেগমকে রেজিস্ট্রি
মূলে দলিল করে দেন। বিআরএস রেকর্ডের সময় তার মামা ইদ্রিস আলী তথ্য গোপন
করে তার নামে বিআরএস রেকর্ড করে নেন। পরে এ ব্যাপারে তারা আদালতে মামলা
করেছেন। এই জমির প্রকৃত মালিক তারা বলে তিনি দাবী করেন। ডাক্তার মিন্টু
প্রকৃত মালিকের কাছ থেকে জমি ক্রয় করেননি বলেও তিনি জানান।