Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ ও চিকিৎসা সেবা প্রদান।

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ ও চিকিৎসা সেবা প্রদান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার (২৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র বি-বাড়িয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ৫০০শ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় ও ১০০শ শিশু ও নারীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্ষুদ্র বি-বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব আল-কায়সারের সভাপতিত্ব ও ব্রাহ্মণবাড়িয়া রক্তঘরের পরিচালক সাগর শাহারিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাটাই উত্তর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার মো. আলম। 
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিনের।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের পরিচালক আরেফিন হৃদয়, সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
তাছাড়া রক্তঘরের মধ্যে ছিলেন মো. রুবেল মিয়া ও ইয়াকুব বকশী, মুমিনুল ইসলাম, বাতিঘরের মধ্যে ছিলেন আলাউদ্দিন, মুহিবুর আদনান, মোজাহিদুল আরাবী, হাফেজ জাহিদুল ইসলাম, সোহেল তানভীর, নুসরাত মনি।
প্রতিবছরের মত এবারও ব্রাহ্মণবাড়িয়া রক্তঘর সফলতার সাথে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম সম্পূর্ণ হয়।

About Syed Enamul Huq

Leave a Reply