এম.এ.রহমান, উখিয়া, কক্সবাজারঃ
কক্সবাজারস্থ র্যাব-১৫’র সদস্যদের একটি দল অভিযান পরিচালনা করে ইয়াবাসহ কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ২২জুন (মঙ্গলবার) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে রামু দক্ষিণ মিঠাছড়ি আসমারঘোনা বাজারে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুতুপালং ১নং লম্বাশিয়া ক্যাম্পের ব্লক-১-২ এর বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র মোঃ ইউনুছ (২৮) কে একটি শপিং ব্যাগসহ আটক করে।পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট মামলায় রামু থানায় সোর্পদ করা হয়েছে।