উখিয়া, কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের রেশনের ৭ বস্তা লাইফবয় সাবান চট্রমেট্রো-অ-৭৭২ ট্রাক যোগে পাচারকালে দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীনস্থ ক্যাম্প-৪ এর বরইতলা ১ নং চেকপোস্ট এলাকা হতে এসব সাবানসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন উখিয়ার শিলেরছড়ার কবির আহমদের ছেলে আবু নাসের(৩০) ও কক্সবাজার লিংক রোড এলাকার নুর আহমদের ছেলে এরশাদ উল্লাহ বলে জানিয়েছেন ১৪ এপিবিএন পুলিশের এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্প ভিত্তিক একটি চক্র রোহিঙ্গাদের প্রদত্ত রেশনের বিভিন্ন পণ্য গুলো কমদামে কিনে বাহিরে নিয়ে বিক্রি করে আসছে। তার সূত্র ধরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাকে করে লাইফবয় সাবান ক্যাম্পের বাহিরে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ ৩০০৫ পিছ সাবানসহ ট্রাকটি জব্দ করে।জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর ধৃত ব্যক্তিদ্ধয়কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।