Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ৭ জনের করোনায় মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ৭ জনের করোনায় মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : সম্প্রতি কুষ্টিয়ায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মারাও গেছে প্রায় ২ শতাধিক। কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড ছিলো ১৫৬ জন ও মৃত্যু ৪ জন। সমস্ত মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে কুষ্টিয়ায় শুক্রবার ১৮ জুন  সকাল ৮ টা থেকে শনিবার ১৯ জন সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭ জনের করোনায় আক্রান্ত হয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রোগীরা কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে। বর্তমানে কুষ্টিয়া  জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ছেয়ে গেছে। করোনার এই ভয়াবহতা এবং আক্রান্ত রোগীর অস্বাভাবিক মৃত্যুর কারনে কুষ্টিয়ার সাধারন মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া সিভিল সার্জন বলেন,কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ৭ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ৭ জনের মধ্যে প্রত্যেকেই হাসপাতালে ভর্তি হওয়ার আগেই অবস্থা অনেক খারাপ ছিলো। আমি হাসপাতালের আরএমওর সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন প্রত্যেককে ঢাকায় রেফার্ড করা হয়েছিলো। এ ছাড়াও অন্যান্য উপজেলা থেকে করোনায় আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চলে আসছে তবুও আমাদের চিকিৎসার কোন অবনতি নেই। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করছি এবং আমাদের হাসপাতালে অক্সিজেনের ঘাটতি এখনো হয়নি। যা অক্সিজেন আছে আমরা তাই দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। 

About Syed Enamul Huq

Leave a Reply