অনলাইন ডেস্ক:
অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দাবি করেছেন দেশের পোশাক শ্রমিকরা। আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে এই দাবির সপক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
সংহতি নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন নেবেন, তাঁদের পরিবার নেবে, মালিকরা সবাই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। অথচ পোশাক শ্রমিকরা হয় করোনায় মরবে, না হয় না খেয়ে মরবে, ভবন ধসে মরবে- এ রকম জীবন শ্রমিকরা মেনে নেবে না। সকল পোশাক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করতে হবে।