Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনায় মৃত্যু ২ জন, আজ মোট আক্রান্ত ৪৩জন
--প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনায় মৃত্যু ২ জন, আজ মোট আক্রান্ত ৪৩জন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ মোট ১৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ঠাকুরগাঁও সদর হাসপাতাল, উপজেলা হাসপাতাল ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয় ৪৩ জন।এদের মধ্যে সদর উপজেলা-১৮ জন বালিয়াডাঙ্গী-১৩ জন,রানীশংকৈল-০৭ জন, হরিপুর-০১ জন এবং পীরগঞ্জ-০৪ জন
উল্লেখ্য যে, সদর  উপজেলা নিবাসী ৬৮ এবং ৪৭ বছর বয়সী  করোনা সংক্রমিত রোগী (পুরুষ)  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।  
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৮৯৪ জন, যাদের মধ্যে ১৫৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৪৫ জন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার বলেন,দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আজও দুইজনের মৃত্যু হয়েছে।১৩০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন করোনা পজেটিভ। তাই ঠাকুরগাঁও জেলা বাসীকে আরো বেশি সচেতনতা অবলম্বনসহ মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply