অনলাইন ডেস্ক:
করোনা সংক্রমণ রোধে দীর্ঘ বিরতির পর গত ২৪ মে ২৮ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া কমিউটার ট্রেন দিয়ে যাত্রী পরিবহন শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সেই বহরে নতুন করে যুক্ত হচ্ছে আরো ১৯ জোড়া ট্রেন।
রবিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের উপ পরিচালক রেজাউল হক স্বাক্ষরিত এক নির্দেশে এমন তথ্য জানা যায়।
নির্দেশে বলা হয়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী ৯ জুন বুধবার থেকে আরো ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া কমিউটার ও মেইল এক্সপ্রেস চালানো হবে।
আগের ২৮ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া কমিউটার ট্রেন যেভাবে চলছে তা চলমান থাকবে।