মু. শাহাদাত হোসেন, নাঙ্গলকোট প্রতিনিধি।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা গতকাল বৃহষ্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার হোসাইন আহম্মেদ, উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন খন্দকার, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল আহম্মে, ডাঃ তাহমিনা সুলতানা, ডাঃ সীমা আক্তার প্রমুখ।আগামী ৫ জুন থেকে ১৯জুন পর্যন্ত ৩শ ২১ টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৭ হাজার শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।