নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুরে মৌসুমী কৈ মাছ ধরতে গিয়ে প্রতিবেশীর হামলায় শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টায় নোয়াখালী প্রাইভেট হাসপাতালে মোঃ বজলুল করিম (৩২) এর মৃত্যু হয়। নিহত ব্যক্তি একই এলাকার আতারবাড়ির মৃত আবু তাহের পুত্র।
ঘটনার দিন মঙ্গলবার রাত ৯টায় নিহত মোঃ বজলুল করিম তাদের বাড়ির পুকুর পাড়ে মৌসুমী কৈ মাছ ধরতে গেলে একই বাড়ির মনির ও মহিন আতর্কিত হামলা করে ও কুপিয়ে বাম হাতের আঙুল বিচ্ছিন্ন করে ফেলে।
মুমূর্ষু অবস্থায় করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার ১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের বড় ভাই আলি হোসেন অভিযোগ করে বলেন, আমার নিরাপরাধ ভাইকে হত্যার পিছনে প্রধান মদদদাতা ইতালি প্রবাসী মানিকের প্রত্যক্ষ হুকুম রয়েছে। তাদের অপর ভাই মনির ও মহিন দুজনে আতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে বেধড়ক মারধর করে ও কুপিয়ে আমার ভাইয়ের বাম হাতের আঙুল বিচ্ছিন্ন করে ফেলে।
হামলার ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।