Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত
--প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১৬ জন সহ জেলায় নতুন ২২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৮৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৩৫১৫ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।

সর্বশেষ জেলায় ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

সোমবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৩৫৫ টি রিপোর্টে নতুন আরও ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬ জন, আশুগঞ্জ উপজেলায় ০৩ জন, সরাইল উপজেলায় ০১ জন, আখাউড়া উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

জেলায় নতুন ১২ জন সুস্থ হয়েছে কিন্তু জেলা সিভিল সার্জন অফিসের সংশ্লিষ্টরা তাদের ফেসবুক পেইজে সুস্থতার আপডেট না দেওয়ায় উপজেলা ভিত্তিক সুস্থতার সংখ্যা জানা যায়নি।

সর্বশেষ জেলায় ৩৮৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬৯৬ জন, আখাউড়া উপজেলায় ২৭৭ জন, বিজয়নগর উপজেলায় ১১৯ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৩ জন, নবীনগর উপজেলায় ৫০৮ জন, সরাইল উপজেলায় ১৯৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৫১ জন ও কসবা উপজেলায় ৩৭০ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৩৫১৫ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। নতুন ১২ জন সুস্থ হয়েছে। গতকালের সুস্থতার তালিকা অনুসারে সদর উপজেলায় ১৫৫৪ জন, আখাউড়া উপজেলায় ২২৩ জন, বিজয়নগর উপজেলায় ৯৮ জন, নাসিরনগর উপজেলায় ১২৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯১ জন, নবীনগর উপজেলায় ৪৮২ জন, সরাইল উপজেলায় ১৫৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৩২৭ জন ও কসবা উপজেলায় ৩৩৬ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৩ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন।

এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৬৮৯৩ জন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩৮৭৪ জন আক্রান্তের মধ্যে ৩৫১৫ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৬৭ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ২৩ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৩৩৪১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৩৩৫৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩৮৭৪ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply