নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ অাহমদ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহায়ক করিম ইকবাল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নাইক্ষ্যংছড়ি ঊপজেলা পরিষদের চেয়ারম্যারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়ে মারমা, ভাইস চেয়ারম্যন (মহিলা) শামীমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের বহবায়ক আব্দুল হামিদ প্রতিষ্ঠা সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাঈনদ্দিন খালেদ,সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মো: ইফসান খান ইমন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবদ্দীন টুক্কু, সদস্য আব্দুর রশিদ, সদস্য শাহীন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, তৈয়ব উল্লাহ উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি এসআই অরুন চামমা , উপজেলা নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: তপন বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আবছার সোহেল, দৌছড়ি ইউপি সদস্য নুরুল আলম, সাবেক ইউপি সদস্য ফুখরুল ইসলাম কালু প্রমুখ।
সমাপনী খেলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন দোছড়ি ইউনিয়ন কে ১-০ গোলে পরাজিত করে। এই ফুটবল টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ নেয়।