আন্তর্জাতিক ডেস্ক:
আগামী সোমবার থেকে লকডাউন খুলে দেওয়া হচ্ছে দিল্লিতে। করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এজন্য দিল্লির দুই কোটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
অরবিন্দ কেজরীওয়াল বলেন, ‘‘এ বার সব কিছুই খুলে দেওয়া জরুরি। না-হলে অনাহারে মরতে হবে মানুষকে।’’ তিনি বলেন, ‘‘সোমবার থেকেই শিল্পাঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলিতে কাজ শুরু করা যাবে।’’
গেলো কয়েকদিনে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সংক্রমণ হারও ৫ শতাংশের নীচে। লকডাউনের কারণে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেভাবে অক্সিজেন-সহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের যে সংকট দেখা দিয়েছিলো তা নিয়ন্ত্রণে এসেছে।