Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় গ্রেপ্তার আরো ৭ জন
--প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় গ্রেপ্তার আরো ৭ জন

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের আরো সাত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (২৮ মে) সকালে জেলা পুলিশের এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, সহিংস ঘটনাগুলোর প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও সরাইলে তাণ্ডব চালায় সংগঠনটি। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাড়িঘর।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এতে ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। আর এখন পর্যন্ত নতুন ৭ জনসহ গ্রেপ্তার করা হয়েছে মোট ৫০৬ জনকে। 

About Syed Enamul Huq

Leave a Reply