ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং উপসেবা তত্ত্বাবধায়ক প্রতিমা রানী বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতা নার্সিং পরিষদ।
রোববার (২৩ মে) দুপুরে হাসপাতালের শহীদ ডাক্তার মিলন হল মিলনায়তনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএমএ এর সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ।
স্বাধীনতা নার্সিং পরিষদ জেলা শাখার সভাপতি ফেরদৌসী বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার রানা নুরুস শামস, মো. হিমেল খান ও নার্সিং সুপারভাইজার গীতা রানী সাহা প্রমূখ।
আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রতিমা রানী সুনামের সাথে রোগীদের সেবা দিয়ে গেছেন। যা সত্যি প্রসংশনীয়। অনেকেই বলে হাসপাতালে ডাক্তার কিংবা নার্স কেউ ভাল ব্যবহার করে না, সেবা ভাল পাইনা। তাদেরকে সবসময় বলি, আপনার এক্সপেক্টশন আর আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষমতা কতটুকু সেটা একবার বিবেচনা করেন। হাসপাতালের কর্মরত সকলের কাছে আমার অনুরোধ আপনাদের যতটুকু সম্ভব রোগীদের সেবা করেন। যতটুকু সম্ভব রোগীদের সাথে ভাল ব্যবহার করা উচিত। আপনারা এটাই করবেন, আশা করব।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সিং পরিষদের সহসভাপতি নাছিমা বেগম, সাধারণ সম্পাদক মোছা. ফেরদৌসী বেগম ও কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন সদস্য, আকলিমা আক্তার , সাদেক হোসেন রবিন, জুয়েল মিয়া, নিলুফা রহমান, সোহাগ মিয়া প্রমূখ।
অনুষ্ঠান শেষে নার্সিং উপসেবা তত্ত্বাবধায়ক প্রতিমা রানী বিশ্বাসের হাতে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন ডা. আবু সাঈদ।