আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার চালিয়ে যাচ্ছে। তবে দেশটি ছেড়ে যাবার পর এখানের পরিস্থিতি কিভাবে নিরীক্ষণ করা হবে তা নিয়ে মার্কিন সামরিক কর্মকর্তারা বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ ভাবছেন, আফগানিস্তান থেকে সম্পূর্ণ পশ্চাৎপসরণ করলে বাইরে থেকে এখানের পরিস্থিতি নিরীক্ষণ কঠিন হয়ে পড়বে। সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সৈন্যরা। গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
মার্কিন সিনেটের সামনে এক সাক্ষ্যে পেন্টাগন কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে সামরিক উপস্থিতি ছাড়াও বাইরে থেকে বিদ্রোহীদের কার্যক্রম নিরীক্ষণ করা সম্ভব। পলিটিকাল-মিলিটারি অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর জেনারেল ম্যাথু জি ট্রলিংগার বলেছেন, আমরা আমাদের সম্ভাব্য বিরোধীদের নিরীক্ষণ করতে সক্ষম।
তিনি আরো বলেন, আফগান সিকিউরিটি ফোর্সের সক্ষমতা আছে বলেই আমি মনে করি। তাদের দক্ষ গ্রাউন্ড, এয়ার এবং বিশেষ অপারেশন বাহিনী রয়েছে। খুব সম্প্রতি, তারা কার্যকরভাবে তালেবান হামলার বিরুদ্ধে আত্মরক্ষা করেছে এবং তালেবানদের তৎপরতা ব্যাহত করার জন্য আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে।
সূত্র : ইয়াহু নিউজ