অনলাইন ডেস্ক:
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডের জন্য কারাগার থেকে সোনারগাঁ থানায় নেওয়া হয়েছে। আজ থেকে তার তিন দিনের রিমান্ড কার্যকর হবে।
মঙ্গলবার (১৮ মে) সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার তিন দিনের রিমান্ডে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ ১৪ জন হেফাজতে ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সোনারগাঁ থানায় ৩০(৪)২০২১ নম্বর মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।