আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
দেশব্যাপি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলমান লকডাউনে কর্মহীন মানুষের চলছে খাদ্যভাব। এসব মানুষের ক্ষুধা মেঠাতে এগিয়ে এসেছে নাইক্ষ্যংছড়ি উপজেলাস্বাস্থ্য বিভাগ
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি মানবতার ডাকে সাড়া দিয়ে গরীব অসহায়ওএতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার (৬ ই মে ) সকাল ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকতার্ ডা: আবু জাফর মোঃ সেলিমের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উপর চাক পাড়া, চাক ঢালা গয়াল কাঠা হাফেজ খানা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকতার্ ডা: আবু জাফর মোঃ সেলিম বলেন- সপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সমন্বয়ে করোনা সংকটে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং বাইশারী ইউনিয়নে শতাধিক পরিবার ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে প্রতি প্যাকেটে চাল ৫ কেজি, পেয়াজ ১ কেজি, চনা ১ কেজি, তৈল ১ কেজি ও ৫০০ গ্রাম ডাল রয়েছে। তিনি আরো বলেন- ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এতিমখানা ও উপজাতি পাড়া গুলোতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক পল্লব বড়ুয়া হিসাব রক্ষক মোঃ আবুল কালাম ও স্বাস্থ্য কর্মীরা।