সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। উপজেলার ৮০টি দুস্থ পরিবারের মাঝে এপুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, আবাসিক মেডিকেল অফিসার এ কে এম তাইফুল হক, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজী, রনেল শেখ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়,পুষ্টি খাদ্য তালিকায় ছিল আলু ৫ কেজি, উন্নত চাউল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, লবন ১ কেজি, ছোলা ৫০০ গ্রাম, ও সয়াবিন তেল আধা লিটার।