মধুখালী প্রতিনিধিঃ
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল মহান মে দিবস জাতীয় পতাকা,কালো পতাকা উত্তালনের মাধ্যমে আন্তর্জাতিক সংহতি দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে।
সকালে প্রশাসনিক ভবনের সামনে ও শ্রমজীবী ইউনিয়ন অফিস প্রাঙ্গণে পতাকা উত্তালনের পর শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আবাস আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) কৃষিবিদ গোলাম কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু,ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, সাবেক শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান,নজরুল ইসলাম,শ্রমিক নেতা সুভাষ রায়,আবুল বাসার বাদশা, আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,শ্রমজীবী ইউনিয়নের সহ সাধারন সম্পাদক মোঃ শাহিন মিয়া, সাবেক নেতা মজিবুর রহমান মন্টু, মোঃ উজ্জল শেখ,সি.আই.সি নির্মল সরকার,আব্দুল খালেক প্রমুখ। বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন শ্রমিকদের ন্যায্য দাবি ও পাওনাদির বিষয় বক্তব্য রাখন।