৩০ এপ্রিল ২০২১ তোমার প্রানপ্রিয় পত্রিকা “দৈনিক সকালবেলা ” এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী, ২৫ বছরে পদার্পণ করছে “দৈনিক সকালবেলা”। এমন আনন্দময় খুশির দিনে দৈনিক সকালবেলা পরিবার প্রতিটি মুহূর্তে তোমায় স্মরণ করছে দুঃখভারাক্রান্ত হৃদয়ে, গভীর বেদনায়, বিনম্র শ্রদ্ধায় (সৈয়দ এনামুল হক প্রতিষ্ঠাতা , সম্পাদক ও প্রকাশক “দৈনিক সকালবেলা”, মহা সচিব বাংলাদেশ সংবাদ পত্র পরিষদ, ইংরেজি সংবাদ পাঠক বাংলাদেশে বেতার ঢাকা ,মৃত্যু- ২৭|১০|২০২১ )। তোমার এই অকাল মৃত্যুতে শুধুমাত্র দৈনিক সকালবেলা পরিবারই যে ক্ষতিগ্রস্হ হয়েছে তা নয়, সংবাদপত্র জগত হারিয়েছে একজন সৎ, নির্ভীক,আপোষহীন,আদর্শবান,পরিশ্রমী, নিবেদিত প্রাণ সাংবাদিক সম্পাদক ও প্রকাশককে, একজন দক্ষ যোগ্য লড়াকু সাংবাদিক নেতাকে।সর্বোপরি আমরা হারিয়েছি একজন স্বপ্নদ্রষ্টা, মহৎপ্রান,সৎ,বিনয়ী,সদাহাসোজ্জল,মিষ্টভাষী, কোমল হৃদয়, বন্ধুবৎসল , পরোপকারী, সাদা মনের একজন মানুষকে, প্রকৃত অর্থে একজন বড় মনের বড় মাপের মানুষকে। এ ক্ষতি কখনও পূরণ হবার নয় । দৈনিক সকালবেলা ছিল তোমার স্বপ্ন, তোমার ভালবাসা।কি গভীর ভালবাসায় পরম মমতায় লালন করেছ ২৪ টি বছর ধরে!সেই নব্বইয়ের দশকে লন্ডনে থাকাকালীন সময়ে BBC তে কাজ করতে করতে স্বপ্ন দেখেছিলে দেশে ফিরে একটি সংবাদপত্র বের করবে, করলেও তাই। ১৯৯৭ সালে তোমার হাতেই জন্ম সকালবেলা’র ,তারপর তোমারই হাত ধরে নিরলস এগিয়ে চলা। ২৪টি বছর ধরে কত চড়াই উতরাই পেরিয়ে, কত সমস্যা সংকট মোকাবেলা করে দৈনিক সকালবেলা কে স্বকীয় বৈশিষ্ট্যে, অনন্য মর্যাদায়, প্রথম সারির জাতীয় দৈনিকের বর্তমান সম্মান জনক অবস্থানে নিয়ে এসেছো তুমি । কি গভীর ভালবাসা, কি অক্লান্ত পরিশ্রম, কি নিরলস ছুটে চলা!জন্মলগ্ন থেকে অদ্যাবধি একটি দিনের জন্যও বন্ধ হয়নি সকালবেলা এর প্রকাশনা। এই বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়েও এর ব্যতিক্রম হয়নি।তোমার স্বপ্ন, তোমার ভালবাসা বাঁচিয়ে রাখতে, সামনে এগিয়ে নিতে আজও প্রানপন লড়ে যাচ্ছি আমরা সকালবেলা পরিবারের সকল সদস্য । আজ তুমি স্বশরীরে উপস্থিত নেই ঠিকই ,কিন্তু অগণিত পাঠক , অসংখ্য গুণগ্রাহী ভক্ত, সারাদেশের সাংবাদিক, সংবাদ কর্মী, বন্ধু শুভানুধ্যায়ীদের হৃদয়ে তুমি বেঁচে থাকবে চিরদিন, আপন কর্মের মাধ্যমে । সকলের কাছে দোয়া প্রার্থী ।সবাই দৈনিক সকালবেলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম সৈয়দ এনামুল হক এর জন্য দোয়া করবেন । দৈনিক সকালবেলা ‘র জন্য দোয়া করবেন।সকালেবেলা পরিবারের জন্য দোয়া করবেন । দৈনিক সকালবেলা’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আমি সকালবেলাপরিবারের পক্ষ থেকে অগনিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সাংবাদিকবৃন, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা,কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।