স্টাফ রিপোটার: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল ৮টা ২৩ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে ঢাকা, ময়মনসিংহ , কুড়িগ্রাম, সিলেট, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা।।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।
আজ সকাল ৮টা ২৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বেশিরভাগ রোজাদার মুসলমানরা সেহরি খেয়ে ফজরের নামাজ পরে ঘুমান। আর এই সময়টায় বেশিরভাগ মানুষ সাধারণত ঘুমিয়েছিলেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে অনেকে ঘুম থেকে উঠে দিকবিদিক ছুটাছুটি করছেন বলেও জানা গেছে।