আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বাইশারীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দুবাই প্রবাসী হাফেজ ছৈয়দ আলম
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে কর্মহীন দুস্থ অসহায় ও খেটে খাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা দুবাই প্রবাসী হাফেজ ছৈয়দ আলম। তাহার পক্ষে থেকে ২১ এপ্রিল বুধবার ৪টা ৩০ মিনিটের সময় তাহার নিজ বাড়ীতে এইসব ইফতার সামগ্রী বিতরণ করেন দুবাই প্রবাসী হাফেজ ছৈয়দ আলমের ছোট ভাই মোঃ শামশুল আলম।এ সময় উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সাংবাদিক আবদুর রশিদ,বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হামিদ,শাহীনুর আক্তার প্রমূখ।
এরআগে,ও দুবাই প্রবাসী হাফেজ ছৈয়দ আলম বিভিন্ন দুর্যোগে এলাকার মানুষকে বিভিন্ন ধরনের অনুদান দিয়ে গেছে।
এ বিষয়ে দুবাই প্রবাসী হাফেজ ছৈয়দ আলম জানান, যদিও আমি ব্যাবসার কাজে প্রবাসে থাকি তারপরও আমার মন আমার গ্রামেই পড়ে থাকে। আমি প্রবাসে থেকেও এলাকার মানুষের সার্বক্ষণিক খোঁজ খবর রাখি।এবং আমার মরহুম পিতাওমাতার ইছালে সওয়াব ও বিশেষ দোয়ার জন্য সকলের নিকট অনুরোধ করেন। তিনি আরও বলেন এলাকার মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি বিত্তবান সবার কাছে আহ্বান করি আপনারা আপনাদের সাধ্যমতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন তাতে আমাদের ইহকাল পরকালের জন্য মঙ্গল হবে।