আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি :
“মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় উপর গণসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়া মডেল থানাধীন জিয়ারখী ইউনিয়নের অন্তর্গত কমলাপুর বাজার ও আশে পাশের এলাকায় জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় মাস্ক বিতরনসহ কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ গ্রহন করেন। উক্ত সচেতনতামূলক প্রচারণায় পুলিশ সুপার মহোদয় কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন এবং নিজ হাতে জনগনের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়াসহ অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।“সচেতন হউন, মাস্ক পরিধান করুন”জনসচেতনতায়: জেলা পুলিশ, কুষ্টিয়া।