Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুবর্ণজয়ন্তীতে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যানের অভিনন্দন

সুবর্ণজয়ন্তীতে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যানের অভিনন্দন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর বব মেনেন্ডেজ।

স্বাধীনতার ৫০ বছরপূর্তির এই অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্যদের সমর্থন দেওয়ার গর্বিত ইতিহাস রয়েছে।” এক বিবৃতিতে তিনি বলেন, “১৯৭১ সালে সিনেটর টেড কেনেডির সফর যুদ্ধের সময় বাংলাদেশের জনগণ যে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং  কেনেডি বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বের জন্য রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।”

তিনি জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং মানবিক চ্যালেঞ্জ সহ বড় ধরনের সমস্যাগুলি মোকাবেলায় সেই মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সুত্র: বিডি প্রতিদিন

About Syed Enamul Huq

Leave a Reply