Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে- সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা
--ফাইল ছবি

আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে- সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক:

রাজধানীর তাপমাত্রা আজ সোমবার ৩৩ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়তে পারে। এদিকে সিলেটে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এতে বলা হয়, বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরো বাড়তে পারে।

এ অবস্থায় মঙ্গলবার (২ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের বেলায় বেশ গরম অনভূত হচ্ছে। এদিনে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, বাদলগাছীতে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

About Syed Enamul Huq

Leave a Reply