অনলাইন ডেস্ক:
পঞ্চম দফায় আরো তিন সহস্রাধিক রোহিঙ্গা কক্সবাজার ও বান্দরবানের আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার তারা দ্বীপটিতে পা রাখবে।
ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়া কলেজ মাঠে এবং বান্দরবানের ঘুনধুমে অস্থায়ী তাঁবুতে ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান রোহিঙ্গা নেতা হাফেজ জালাল আহমদ জানান, স্বেচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গারা নিজ নিজ ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে নাম জমা দিচ্ছে। এর আগে কক্সবাজার থেকে গত ৪ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর, ২৮ ও ২৯ জানুয়ারি এবং ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চার দফায় ভাসানচরে গেছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা।