Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকদের মানববন্ধন

মাসুদ রানা জয়,খাগড়াছড়ি:‘বার্তা বাজার’র নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন এবং টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মাদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. আবু দাউদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি কানন আচার্য, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মো. দুলাল হোসেন প্রমুখ।বক্তারা অবিলম্বে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সারাদে‌শে সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।উল্লেখ, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন মুজাক্কির। উন্নত চিকিৎসা দিতে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply