অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ২৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।
ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, রাজধানীর পল্লবী থানার সন্ত্রসীদের তালিকায় গ্রেপ্তার মামুন ১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। তার বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ২৭টি মামলা ও জিডি রয়েছে। মামুনের আপন দুই ভাই মজিবর রহমান জামিল ও মশিউর রহমান মশুর বিরুদ্ধেও একাধিক মামলা ও অভিযোগ থাকার তথ্য রয়েছে বলে সূত্র জানায়।