Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এইচএসসির ফল প্রকাশে রাষ্ট্রপতির সম্মতি
--ফাইল ছবি

এইচএসসির ফল প্রকাশে রাষ্ট্রপতির সম্মতি

অনলাইন ডেস্ক:

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে পাস হওয়া তিনটি বিলকে আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। সোমবার (২৫ জানুয়ারি) সেগুলোতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর মধ্য দিয়েই বিল তিনটি আইনে পরিণত হয়ে গেছে। ফলে ফলাফল প্রকাশ করতে এখন আর কোনো বাধা নেই। যে কোনো দিন ফলাফল প্রকাশ করা যাবে। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ ইসলাম।

এর আগে রবিবার সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিল তিনটি উত্থাপন করেন। পরে সেগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়। এরপরই সেগুলো আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল।

বিল তিনটি হলো- ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১।

আগের আইনে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক ছিল। এ কারণে এতদিন ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এখন সেটিতেই সংশোধন আনা হয়েছে। ফলে ফলাফল প্রকাশে আর বাধা রইল না।

About Syed Enamul Huq

Leave a Reply