Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় মাথা গোঁজার ঠিকানা পেল ১৫৭টি পরিবার

কুষ্টিয়ায় মাথা গোঁজার ঠিকানা পেল ১৫৭টি পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি 
মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেল কুষ্টিয়ার ১৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনরি উপহার হিসেবে শনিবার ১৫৭টি বাড়ির চাবি ও কাগজপত্র তুলে দেওয়া হয় পরিবারগুলোর সদস্যদের হাতে।শনিবার সকালে জেলার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসলাম হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান প্রকল্পে কুষ্টিয়ায় সর্বমোট ৭ হাজার পরিবার এ বাড়ি পাবেন। শনিবার প্রথম দফায় ১৫৭টি পরিবারকে তাদের বাড়ি বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্যে ভেড়ামারা উপজেলায় ১০০টি, সদর উপজেলার একটি ও মিরপুর উপজেলার ৫৬টি পরিবার রয়েছে। এছাড়া আরও ১৮১টি বাড়ি নির্মাণের কাজ শেষের পর্যায়ে।এদিকে, জমিসহ ঘর পেয়ে খুশি ভূমি ও গৃহহীনরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া মুজিববর্ষে প্রানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকৃৃত ভূমি ও গৃহহীনদের হাতে জমিসহ ঘর বুঝিয়ে দিতে পেরে খুশি জেলা প্রশাসক আসলাম হোসেন।এদিকে এক সঙ্গে এতো জন গৃহহীন মানুষকে  ঘর দেওয়ার ঘটনা বিশ্বে নজীরবিহীন। তাই প্রধান মন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশবাসী।

About Syed Enamul Huq

Leave a Reply