Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে চলাচল

সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে চলাচল

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে প্রতিনিয়ত চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এই কালভার্ট দিয়ে প্রতিদিন পণ্য ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহনসহ দুটি উপজেলা হাজারও মানুষ চলাচল করেন। ভারী যানবাহন ও যাত্রী চলাচলের বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ
চলাচল করছেন বলে অভিযোগ উঠেছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কালভার্টটি ভেঙে পড়লে লৌহজং উপজেলার সাথে সিরাজদিখান উপজেলার সড়ক ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে । সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টের উপরে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের উপরে স্টিলের স্লাব বসিয়ে ভারী যানবাহন চলাচল করছে। কালভার্টের রেলিং ভেঙে গেছে। তলায় কংক্রিট সরে গিয়ে রড বেরিয়ে গিয়েছে। বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। স্থানীয় সাবেক ইউপি সদস্য আমির হোসেন রিপন বলেন, আমাদের এই ব্রীজটি দীর্ঘদিন অবহেলিত ভাবে আছে। এখান দিয়ে বড় বড় বালুর ট্রাক, পণ্যবাহী পিকআপ, লৌহজংয়ের নওপাড়া থেকে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করাতে একেবারেই জরাজীর্ণ হয়ে গেছে । যেভাবেই হোক ব্রীজটি সংস্কার করা দরকার। স্থানীয় কুসুমপুর কবরস্থানের খাদেম মেহেদী মাসুদ ভূইয়া বলেন, আমি প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করি।
যাত্রীবাহী বাস ও ট্রাক যখন যায় তখনই ভাবি এই বুঝি ভেঙে পড়বে। কালভার্টটির দ্রুত সংস্কারের দাবি জানায়। এ বিষয়ে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন,
কালভার্টটি আমি ভিজিট করেছি। ওখানে রাস্তা মেরামতের কাজ চলতেছে আপাতত ওটার উপর দিয়ে স্টিলের স্লাব দিয়ে দিতে বলেছি। আগামী অর্থবছরের বাজেটে নতুন কালভার্ট করে দিব। আমি নকশাতৈরি করে রাখবো। যাতে অনুমোদন পেলেই আমি কাজে হাত দিতে পারি।

About Syed Enamul Huq

Leave a Reply