সিলেট ব্যুরো:
করোনা মহামারীতে যুক্তরাজ্যে গৃহবন্দী থেকেও যিনি ভুলতে পারেননি দেশের কথা, দেশের শীতার্ত মানুষের কথা তিনি হলেন- গোলাপগঞ্জ ০৫নং বুধবারীবাজার ইউপির বনগ্রামের যুক্তরাজ্য প্রবাসী ‘সেলিম আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী সেলিম আহমদ।
গোলাপগঞ্জের ০৫নং বুধবারীবাজার ইউপির বনগ্রামে (১৪ জানুয়ারী) বৃহস্পতিবার স্থানীয় বি.কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বনগ্রাম-সহ আশপাশের বৃহত্তর এলাকার ১৬০ জন শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সেলিম আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী কামাল উদ্দিন আমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল বলেন- বছর পরিক্রমায় শীতকাল ঋতু হিসেবে আসে এতে সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোতে শীতকাল অনেক কষ্টের ও বেদনার। রাতের বেলা দেখা যায় শীতার্ত মানুষজন কীভাবে, শীতবস্ত্রহীন কষ্টে রাত্রিযাপন করছেন। তাদের এ কষ্ট লাগবে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে আসা উচিৎ। শীতার্তদের কষ্ট দূর করতে সেলিম আহমদ ফাউন্ডেশন এগিয়ে আসায় তিনি এ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং এর প্রতিষ্ঠাতা সেলিম আহমদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও তাদের এ ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাবেক ইউপি সদস্য শফিক উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাব্বির আহমদ।
এসময় আরোও বক্তব্য রাখেন, ইউপি সদস্য সামছুল ইসলাম, বি.কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক উদ্দিন, ফাউন্ডেশনের অন্যতম সদস্য আলী হোসেন, বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম, আলম উদ্দিন, বি.কে সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আলাল উদ্দিন, সমাজসেবী মকুল মিয়া, দুলাল আহমদ, খলিল আহমদ, সুনাম উদ্দিন, দুলাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষদের পাশে এগিয়ে আসায় সেলিম উদ্দিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে হাজী কামাল উদ্দিন আমান বলেন, যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ একজন প্রচারবিমুখ সমাজ দরদী মানুষ। তিনি আর্তমানবতার সেবার উদ্দেশ্য নিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন সেলিম আহমদ ফাউন্ডেশন নামের সামাজিক এ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠনটি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কিন্তু প্রচার বিমুখতায় আজ অবধি ফাউন্ডেশনটি পরিচিতির মুখ দেখেনি। আমরা চাই দেশ ও দেশের মানুষের কল্যাণে সেলিম আহমদ ফাউন্ডেশনের মতো দেশ ও প্রবাসের অন্যান্য বিত্তশালীরাও এগিয়ে আসুক। আর্তমানবতার সেবায় প্রবাসী সেলিম আহমদের মতো অন্যান্য বিত্তশালীরাও এগিয়ে আসলে সমাজের দরিদ্র মানুষদের মুখে অচিরেই হাসি ফুটবে। বর্তমানে এ ফাউন্ডেশনটি প্রবাসের নতুন প্রজন্মকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে যাচ্ছে। এসময় তিনি সেলিম আহমদ ও তার পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।