জোবায়ের হোসেন খান, কিশোরগঞ্জ: আজ মংগলবার দুপুর ১২.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর হাসপাতালের হলরুমে করোনা ও ডেংগু প্রতিরোধে সচেতনতামূলক কনফারেন্স এর আয়োজন করা হয়। অত্র কনফারেন্সের সভাপতি ডা. মোঃ হেলাল উদ্দিন বলেন যে, আমরা আশাবাদী আগামী ১৫ দিনের মধ্যে কোভিড- ১৯ ভ্যাক্সিন কিশোরগঞ্জে পাওয়া যাবে। ইতিঃমধ্যে একটি কক্ষ করোনা ভ্যাক্সিন সংরক্ষনের জন্য প্রস্তুত করা হয়েছে। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাসপাতালে ডাক্তার স্বল্পতার কথা স্বীকার করে বলেন যে, সিসিইউ বন্ধ আছে, নাক কান গলা বিভাগে ডাক্তার নেই। কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আগামী দুই মাসে মধ্যে ডাক্তারের স্বল্পতা দূর করা হবে।প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন যে, আমি প্রতিদিন অনলাইনে করোনা আপডেট দেই, তা অব্যাহত থাকবে।
রিসোর্স পার্সন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান করোনা ও ডেংগু প্রতিরোধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই সময় কিশোরগঞ্জ জেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।