অনলাইন ডেস্ক:
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের তৃতীয় নামাজে জানাজা। সেখানে জানাজার পর তাঁর মরদেহ এখন নেওয়া হচ্ছে কর্মস্থল প্রথম আলোতে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে সকাল ১০টা ১০ মিনিটে মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে। এরপর সকাল ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তাঁর দ্বিতীয় জানাজা।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, মিজানুর রহমানের ভাই সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বাদ আসর মিজানুর রহমান খানের মরদেহ দাফন করা হবে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।