কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের জোড় সয়রাহাট দাখিল মাদ্রাসার সুপারের দুর্নীতি। আদালতের
নিশেধাজ্ঞা অমান্য করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন। অভিযোগ সূত্রে জানা
গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার জোড় সয়রাহাট দাখিল মাদ্রাসায়
বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন না করায় ঐ মাদ্রাসার অভিভাবক
সদস্যরা বিজ্ঞ সহকারী জজ আদালত উলিপুর কুড়িগ্রামে একটি মোকদ্দমা
দায়ের করেন। যার নং- ১৩৬/২০। মোকদ্দমা দায়েরের পর বিজ্ঞ আদালত বিবাদীদের
বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারী করেন এবং তাতে সুস্পষ্ট ভাবে
বলা হয়েছে যে, মোকদ্দমা চলমান থাকা অবস্থায় কোর্টের আদেশ মুল মোকদ্দমা
নিস্পত্তি না হওয়া পর্যন্ত ১-৯ নং বিবাদী দ্বারা গঠিত নালিশি জোড়
সয়রাহাট দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি মাদ্রাসায় কোনরূপ কার্যক্রম
পরিচালনা বা কোন প্রকার নিয়োগ প্রদান করতে পারবে না মর্মে ১-৯ নং
বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন। এরপর উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব মাদ্রাসাটি পরিদর্শন করে জানতে
পারেন বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও পুণরায় মাদ্রাসার সুপার কোন
প্রকার প্রচার-প্রচারণী ছাড়াই ক্যাচমেন্ট এলাকার বাহিরের অভিভাবক নিয়ে
গোপন ভাবে একটি ম্যানেজিং কমিটি গঠন করে প্রতিষ্ঠান পরিচালনা করে
আসছেন মর্মে একটি প্রতিবেদন দাখিল করেন। যার স্মারক নং-
উমাশিঅ/উলি/কুড়ি/তদন্ত/২০২০/১৭২, তাং- ১৫/১১/২০২০ এর পর সুচতুর সুপার
মোঃ মহিউদ্দিন গত ২২/১২/২০২০ইং তারিখে আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য
করে গোপনে একজন নিরাপত্তা কর্মী, একজন আয়া সহ মোট ০২টি নিয়োগ
প্রক্রিয়া সম্পন্ন করেন বলে জানা গেছে। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানে
উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে উক্ত সুপারের সাথে মুঠো
ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে অন্যজনকে দিয়ে
রিসিভ করান এবং বলেন উনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন।