ময়মনসিংহ (ফুলবাড়িয়া) প্রতিনিধি : ফুলবাড়িয়ার ভবানীপুর ইউনিয়নে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়নমুলক কাজের পরিদর্শন করলেন সাংসদ কন্যা ময়মনসিংহ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমীন বিউটি। ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নে জেলা পরিষদের অর্থায়নে কান্দানিয়া বাজারে ৬ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ, ২ লক্ষ টাকা ব্যয়ে কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ে আলমারি ও বুকসেলফ হস্তান্তর কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ময়মনসিংহ জেলাপরিষদ প্যানেল চেয়ারম্যান, ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক, ফুলবাড়িয়া উপজেলা থেকে ৬ বার নির্বাচিত বর্তমান সাংসদ আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন সাহেবের কন্যা ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ফারজানা শারমীন বিউটি। কান্দানিয়া বাজারে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করে এসব কাজের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৩ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন,ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ,বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন খসরু,সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন,সহ-সভাপতি মারুফ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন তাপস। এ সময় ফারজানা শারমীন বিউটি তার বক্তব্যে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের কথা উল্লেখ করে সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা ও তার বাবা মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন সাহেবের জন্য সকলের কাছে দোয়া চান।